নদীর সাথে আশ-নাই - অঞ্জন বল || Nodir Shathe aash nai - Anjan Bal || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry
নদীর সাথে আশ-নাই
অঞ্জন বল
নদীর সাথে আশ-নাই সেই তখন থেকেই --- ডুবে যাওয়া শেষ বেলায় নদী যখন ঘরে ফেরে নক্ষত্রের ঘুলঘুলি দিয়ে আকাশ দেখে ,চাঁদের জ্যোৎস্নায় ঝিকিমিকি নদীর বুকে কানাকানি শুনতে পাবে কুলুকুলু ... শব্দ , ভালোবাসার কত কথা -- সে এক আদি অন্ত কথা।
অরণ্য তপোবন ছিলনা যখন বনানীর সৃষ্ট ফাঁদে লতা গুল্ম হিজল করচ ছায়াবৃক্ষ চাঁদোয়ার বনে নদী যখন আড়াল খুঁজে উলঙ্গ হয় ,
অন্ধকার জড়িয়ে নেয় তাকে,
নদীর সাথে আশ-নাই তখন থেকেই
--- সে এক আদি অন্ত কথা ।
যদি কোনো এক সাঁঝে দেখা হয় কোপাইয়ের সাথে ,
জীর্ণ শীর্ণকায় নদী শাল সেগুনের ধূসর ছায়ায় মাটি ধুয়ে নেমে গেছে খোয়া ভরা পথে , দিনান্তে কবি রেখে গেছে সাধ একতারা সুরে নদীর সাথে আশ-নাই তখন থেকেই -- সে এক আদি অন্ত কথা ।
কোনো একদিন নিভু নিভু আবছা আলোতে পালক ভেজেনা এমন একটি নদীর শীতল ওম নিয়ে ফিরে গেছে রক্তিম বিকেল পলাশের ওড়নায় মুখ ঢেকে , স্তিমিত নিশ্চল নদী পাল তুলে বয়ে গেছে যামিনীর অভিসারে করতোয়া বুকে , নদীর সাথে আশ-নাই সেই তখন থেকেই
-- সে এক আদি অন্ত কথা ।
Comments