চিকণ আলো - মিলি দাস || Chikan Alo - Mili das || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry
চিকণ আলো
মিলি দাস
স্লেট পেন্সিলে যদি ঘুণধরা বর্ণহীন
আগুনের গায়ে
আদর লিখে দিই ,
তোমার রাষ্ট্রের কোন
শিরা উপশিরাতে
কি পদ্ম ফুল জন্ম নেবে?
কৃষিকাজের পর আল্পনা আঁকি গোয়াল ঘরে,
শিকারীর রতিসুখের বিদ্রোহের পর
চিকণ আলো এসে পড়লে
তুমি হাতের তালু প্রসারিত করে বলো এই তো আমার আকাশ অঙ্গ,
বিষণ্ণতায় আলোর অভীপ্সা
বাঁচার মত অরণ্য মন,
তুমি শাপলা ফোটাও অন্ধকারে।
Comments