গান
ঝড় এলো ঝড় , এলো ঝড়।
মন উড়ে যায় দূরে, প'ড়ে থাকে ধড় ।।
কী যেন বাজলো দিঙ্নাদে
বিরহ কি বিষণ্ণতায় কাঁদে ?
নীলিমায় বাজে সেই সকরুণ বেহালার ছড় ।।
আমি কুড়াবো ঝরা ফুল, নাকি ছড়াবো অশ্রুজল?
মন আর বন একাকার , হৃদিতল টলোমল
কোলাহল-হারা উন্মনা
অবসর যাচে কোন্ প্রিয়জনা ?
সে কই ? সে কই? উড়ে ওই ওড়নার চর ।।
No comments:
Post a Comment