কবি মিঠুন রায় -এর একটি কবিতা

 প্ররোচনা




একটি ঝাপসা প্রতিচ্ছবির সামনে দাঁড়িয়েছি

ওই ছবি ঘিরে জেগে ওঠে সর্পিল ভাবনা মুহূর্তে... 


মেঘহীন আকাশে কেঁদে বেড়ায় ময়নাবতী,

অসম্পূর্ণ মোহ ঘিরে-ঘিরে আসে নিদ্রা জুড়ে,

রাঙা ডালিমের মতো হৃদয় ফেটে হল চৌচির।


জীবন জুড়ে বিস্তৃত মনমাঝি 

থমকে গেছে ফেনিল সাগরে

বৈঠাহীন নৌকো আটকে গেছে 

কোথাও মায়াবী ধূমকেতুর প্ররোচনায় ।

Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ