কবি কাজী রিয়াজউদ্দিন আহমেদ -এর একটি কবিতা
মুক্তি
বন্ধু এবার পাপ পথ ছেড়ে
এসো সৎপথে ফিরে,
পৃথিবীটা দেখ ধ্বংসের পথে
চলিয়াছে ধীরে ধীরে!
মানব জীবন অশরীরি আজ
পরিশ্রান্ত সবে,
ভোরের আকাশে রক্ত-কুয়াশা
ঝরে পড়ে এই ভবে।
তাই বলি সখা আর না অসৎ,
সৎপথে এসো হাঁটি -
ভেঙে দেব মোরা রাহাজানি-খুন
সন্ত্রাস যত ঘাঁটি।
পরের বিপদে ঝাঁপাইয়া পড়ি'
আসান করিব তারে,
শান্তি নামুক চরাচর ব্যপি
সকলের দ্বারে দ্বারে!
মুছে দেব সবে ধরণী হইতে
লাল রক্তের দাগ,
খুন-ধর্ষণ ঠগ-দুর্নীতি
ভাগরে এবার ভাগ।
Comments