কবি শ্রাবণী মুখার্জী -এর একটি কবিতা
প্রয়াস
দেখিলে কন্যা রাজকন্যা বন্দিনী র বেশে ,
তোমার মনের গহন বনে রূপকথার দেশে ।
রূপ তোমায় পারে নি করিতে মোহিত স্নিগ্ধ হেসে
বন্ধু হয়ে দাঁড়ালে না তবু কোনোদিন পাশে এসে ।
মুক্ত করিতে করিলে না তুমি কণামাত্র প্রয়াস ।
ব্যাকরণ বুঝায়ে জানিয়ে গেল মুক্ত ধূসর আকাশ ।
ঝরলো বৃষ্টি কপোল বাহিয়া শ্রাবণের বারিধারা ,
চাহিলে পারিত মুছাতে দুঃখ প্রেমিক পাগলপারা ।
ভাসে নি রূপেতে মিত্র আমার অতি সাবধানে পা,
সময় কাটানোর যন্ত্র করেছে উপায়ান্তর না ।
সাজায়েছো কতো স্বপনে মননে সুন্দরী কুমুদিনী,
লুটায়ে কেশ জড়ায়ে বাহু প্রেমিকা বিরহীনি ।
বাজিলো না ভেরি মধুরিমা ওই ছোট্ট আশায় জুড়ে ,
সুনীল আকাশ বুক ভরানো কি হবে হৃদয় খুঁড়ে ?
মন্দ্রতালে লয় তাল মেলায় খানিক ছন্দপতন ,
কাঙালিনী বধূ কুসুম চয়নে রেখেছে জীবন পণ ।
প্রাচীর ছিদ্র বেয়ে কোনোদিন আসিবে কি সোনারবি ?
বন্দিনী হয়ে দাঁড়ালে সেথায় কবিতা লিখবে ? কবি ।
হৃদয় দুয়ারে এখনো রইবে শুভ সকাল শুভ রাত ,
বৃষ্টিস্নাত প্রভাতী বেলায় দিও সারা জীবন সাথ ।
Comments