কবি নবকুমার -এর একটি কবিতা

 নীতিহীন আবেগ 

 


মানসিক কিছু কষ্ট ভোগায় আমাকে 

শূন্য থেকে কে যেন বলে--এ তোমার পূর্বজন্মের কর্মফল ।

পূর্বজন্ম !সে আবার কি !সে কি হয় !

তবে ,আমিই বা জানিনা কেন !

কেন এত দুঃখ-ভোগ্য সময় !


আমি তো কাউকে দু:খ চাইনি দিতে

বিনিময়ে আমিও চাই না দু:খ নিতে

তবুও নীলের ডোবানো স্বচ্ছাকাশে 

কেন ভীড় করে এতো চাপ-চাপ কালো মেঘ !


পূর্বজন্ম আমি বিশ্বাস করি না--

এই জন্মে পেয়েছি শুধু শূন্য পাত্র আর

নীতিহীন আবেগ ।

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024