কবি সুমিত্রা পাল -এর একটি কবিতা
ব্যর্থ হলো কবির বাণী
ওরে মৌলবাদীর দল,
দেখিয়ে দিলি আসল রূপ ।
দেখিয়ে দিলি আজও
মন তোদের অন্ধকূপ।
মানবতা ভুলে গিয়ে
ভাঙলি মায়ের মুখ ।
রক্তে রাঙালি তোরা
বাংলা মায়ের বুক ।
কেমন শিক্ষা তোদের
মানুষ করলি খুন !
বিশ্ব মাঝে নিজেদের
মুখ করলি চুন।
যে যার ধর্ম পালন করবে
এটাই মানব অধিকার ।
কোন সাহসে কেরে নিস
সেই অধিকার সবার ।
একই বৃন্তে দুটি কুসুম
হিন্দু-মুসলমান ,
বলে গেছেন বিদ্রোহী কবি
কাজী নজরুল ইসলাম।
ধর্মের নামে অধর্ম করে,
কবির বুক করলি খান খান।
কবির বাণী ব্যর্থ হলো,
থাকলো না কবির মান ।
.আমরা সাধারণ মানুষ, মনুষ্যত্ব বুঝি
চাই না দাঙ্গা বিবাদ,
পাশাপাশি বাস করবো হিন্দু মুসলমান,
মিলাব কাঁধে কাঁধ।
এসো সকল দেশের মৌলবাদের
বিরুদ্ধে গর্জে উঠি,
সকলে মিলে একসাথে ওদের
টিপে ধরি টুটি।
সে মৌলবাদ হোক হিন্দু
অথবা মুসলমান,
মানুষকে ভালবেসে আমরা সবাই
দিতে পারি প্রাণ।
দেশে দেশে ফিরে আসুক শান্তি
হোক মানবতার জয়,
সবার জীবন হতে, কেটে যাক,
সকল প্রকার ভয়।
Comments