কবি অভিজিৎ দত্ত -এর একটি কবিতা
দুর্গা
পৌরাণিক দুর্গা
দশহাতে অস্ত্র নিয়ে
অসুরকে বধ করে ।
আর আমাদের জ্যান্ত দুর্গা
কাস্তে হাতে নিয়ে
জমি চাষ করে।
পুরাকালে দেবী দুর্গা
রণরঙ্গিনী রূপ ধরে
অসুরকে করেছে বধ
অথচ আমাদের জ্যান্ত দুর্গা
অসুরদের হাতে ক্ষত বিক্ষত
হয়ে হয়েছে শব।
দেবী দুর্গা কে আমরা
কতই না ভক্তি করি
অথচ জ্যান্ত দুর্গার খবর
আমরা কজন রাখি?
জ্যান্ত দুর্গারা চিরকাল
দিয়ে যায় শ্রম
তাদের কথা সমাজে
ভাবে কয়জন?
জ্যান্ত দুর্গার থেকে মুখ ফিরিয়ে
মাটির দুর্গাকে যারা পূজো করে
তাদের উপর সত্যিই কী
মা দুর্গা কৃপা করে ?
তাই মা দুর্গার রূপ ধরে
যে মেয়েরা আছে
আমাদের ঘরে ঘরে
তাদের নাও যত্ন ভালো করে।
পূরণ করো তাদের স্বপ্ন
দেখবে সুযোগ পেলেই
ঐ মেয়েরাও যেমন দুর্গা হতে পারে
অসুরদেরও তেমন জব্দ করতে পারে।
Comments