কবি অর্চনা দাস -এর একটি কবিতা
বার্তা
আকাশে মেঘেরা কানে কানে
দিয়ে যায় বার্তা
নৃত্যের তালে জেগে উঠে
আনমনা বাতাস
চকিত চাহনির অনন্ত আহ্বানে
কে বা রয় ঘরে বসে,
ম্মিত হাসি ছড়ানো রবিকর-
প্রাণের পরশে করে স্নাত।
বিস্তৃত ভুবন
রঙিন পুষ্পরাজি
নবসাজে ধরা দেয়
প্রেমের আলিঙ্গনে
সমগ্র চরাচর মৃদু গুঞ্জনে
মুখরিত।
মা আসছে-
তাই প্রাণের আবেগে
প্রকৃতির এই
মোহিনী রূপসজ্জা,
আর নয় অশ্রুপাত
মনের গ্লানি মুছে
সাজাও আঙিনা আল্পনায়
ফুলের পাপড়ি ছড়িয়ে দাও
পথে প্রান্তরে।
পদচিহ্ন পড়বে মায়ের
প্রতিটি আঙনে,
দুঃখ হতাশা ভুলে
জাগো-জাগো সবে
আশিস মায়ের নাও
মাথায় তুলে।
Comments