কবি তুলসীদাস বিদ -এর একটি কবিতা

 শেষ



শেষ ব 'লে কিছু নেই

    লেখা অভিধানে।

ভ'রে রাখো দেহ মন

     নিজ গানে গানে।


আঁধার ঘনিয়ে আসে

            বেলা অবসানে।

ধ'রে রাখো ভ'রে রাখো

             বিণা অভিমানে।


শত ঘৃণা - অপমান

           শেষ কথা বলে?

ধূ ধূ বালি মরা গাঙ

         ঢেউ নাহি তুলে?


আপ্ত - আমিত্ব বোধ

     মিথ্যা সংলাপ।

শেষ করো শেষ করো

         ভেক অপলাপ।


শেষ করো শেষ করো

            হিংসা ব্যাভিচার।

দুঃস্বভাব ভন্ডভাব

     আত্ম অহংকার ।



সৃষ্টি না করিও শেষ

         ধ্বংস অপচয়।

ঝড় - ঝঞঝা শত ক্লেশ

          নিজে করো জয়।


শেষ হলে শুরু হোক

       পথের সন্ধান।

কেটে যাবে ঘুর পাক

      অসৎ বন্ধন।


শেষ বলে কিছু নাই

         যাঁদের জীবন।

ত্যাগ - নিষ্ঠা সততায়

           বাঁচে কীর্তিমান।

Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ