১৪ তম সংখ্যার সম্পাদকীয়


 

                                          অঙ্কন শিল্পী- মৌসুমী চন্দ্র



___________________________________________________


সম্পাদকীয়:



কবির কলম গর্জে উঠুক। কবিকে এটাতে শোভা দেয়। চারদিকে যা অন্যয় হচ্ছে, ধর্ম নিয়ে অশিক্ষিতদের মাতামাতি এবং বাড়াবাড়ি কে একমাত্র কবির কলম ই পারে স্তব্ধ করতে। কারণ অসির চেয়ে মসি বেশি শক্তিশালী। কিন্তু আমাদের বর্তমান বুদ্ধিজীবীর দল--- বর্তমান লেখক-কবি গোষ্ঠী যেন নিজেরাই স্তব্ধ হয়ে গেছেন। অন্যায়ের সাথে আপস করাটা যেন তাদের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। ভুলে গেছেন সকলে ঈশ্বর আমাদের এই লেখনী ক্ষমতাটি দিয়েছেন  সমাজের সমস্ত দিককে তুলে ধরতে। কিন্তু এখন কবি গোষ্ঠী, লেখক গোষ্ঠী এতে ব্যর্থ।


সকলের উদ্দেশ্যে আমার আবেদন আপনার আবার কলম ধরুন। লিখে ফেলুন সমাজ বাস্তবতার নির্মম পরিহাস কে। জুড়ে থাকুন আমাদের পত্রিকা World sahitya adda-র সাথে। আমাদের পত্রিকা আপনার পাশে আছে। পড়ুন। লিখুন এবং ভালো থাকুন।


                              ধন্যবাদান্তে
              World sahitya adda সম্পাদকীয় বিভাগ

______________________________________________________________________________________________________


**Advertisement (বিজ্ঞাপন):

১) 










**ইন্দিরা গাঙ্গুলির সমস্ত বই পেতে যোগাযোগ করুন এই নাম্বারে- 9903863158

______________________________________________________________________________________________________


২) 



______________________________________________________________________________________________________

৩)






Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ