কবি ক্ষুদিরাম নস্কর -এর একটি কবিতা
গাছ
গাছ,একটা বড় গুঁড়ির গাছ---
ডালপালা মেলছে সে মাথার উপর,
শত আঘাতেও যার
সহ্যের সীমা লঙ্ঘিত হয়না।
পরিশ্রমের ঘাম মুছে
হাসি দেখতে চায় সবার মুখে
দৈনের দায় নিয়ে নিজের মাথায়
বয়ে চলে বছরের পর বছর।
যার আঁখিতে অশ্রু নেই
মনে বাসনা নেই
কেবল কর্তব্য পৌঁছে দেয়
ফুল-ফল পাতায় পাতায়
Comments