কবি সোনালী মীর -এর একটি কবিতা
তুমি কি কোন কবি নাকি চাষি
ওই হাতে ক্ষুরধার লাঙল নিয়েছ তুলে,
সাদা মাটিতে অক্ষর করেছ বপন রোদে জলে:
কতবার চষে গেছ আমাদের মন
গভীর থেকে গভীরে চিন্তার খনন
কতদিন ঊষর মাঠের বুকে
দু হাত আকাশে ছড়িয়ে দাঁড়িয়েছ সুখে-
তুমি কি কোন কবি নাকি চাষি
ঠোঁটে লেগে আছে শষ্য রাশি রাশি
বুকের ভেতর থেকে উৎসারিত কলমের কালি
বয়ে গেছে শিরায় শিরায়।শরীরের ধুলোবালি
হীরের দ্যুতিতে শব্দ হয়ে পড়ছে ঝরে
মাটির 'পরে ঘাসের 'পরে।
একলা মেঠো গাছের নীচে ভাবাক্রান্ত উদাসী
Comments