কবি তৈমুর খান -এর দুটি কবিতা
নিশিযাপন
পরিচয় আড়াল করে রাখি
তবু টের পাই
ধার্মিকেরা সংবিধান লেখে;
ধার্মিক কাদের বলে?
কোনোদিন জানা হল নাকো—
সভ্যতা কেটে যায় রক্তপাত দেখে
রাত ঘুমিয়ে পড়লে একা
হৃৎপিণ্ড বেরিয়ে আসে—
_________________________________________________
ডুগডুগি
কে বাজায় আমাকে রোজ? কে বাজায়?
মেরুদন্ড সোজা করার আগেই
আবার মেরুদন্ড বেঁকে যায়—
বেজে বেজে এখন নিজেকে
নিজেরই কৌতুক মনে হয়!
Comments