কবি মহীতোষ গায়েন -এর একটি কবিতা

 ফিরে আসার বর্ণমালা




খিদের রক্তে আগুন ধরালে

বিলাস বাসরে আগুন জ্বলবে

প্রদীপ-আলোয় লেখা কবিতা,

ছাপা হবে সব পাজির শরীরে।


মর্ম দিয়ে হৃদয় বুঝলে,তোমার 

বাসর ফুলে ভরে যাবে,তোমার

আকাশে এত সুর,এত গান,সব

জল হয়ে গেছে,দেখেও দেখনি।


ফিরে এসো গাছ,ফিরে এসো ফুল

সুর ও ছন্দ সুখ শান্তি সব বিলকুল,

খিদের থালায় ফিরুক হাজার তৃপ্তি

জীবন আকাশে ছড়াক পরম দীপ্তি।

Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ