কবি মায়া বিদ -এর একটি কবিতা
পরিপূরক
ভাঙাগড়ার খেলা রে ভাই
ভাঙা গড়ার খেলা।
একূল ভেঙে ওকূল গড়ো
কাটাও সারা বেলা ।
সৃষ্টি সুখের উল্লাসে তোমার
মাতন যখন ধরে ।
রঙিন রঙিন স্বপ্ন দিয়ে
সাজাও তুমি তারে।
সৃষ্টি - ধ্বংসের পথখানি "দ্যাখো"
সমান্তরাল রেখায় চলে।
একে অন্যের পরিপূরক হয়ে
বিপরীত ধর্মী খেলা খেলে।
প্রবল বেগে খরস্রোতা নদী
সামনে এগিয়ে চলে।
নতুন পথ চলার নেশায়
পুরানোকে যায় ভুলে।
বিধাতা পুরুষের এই দরবারে
সৃষ্টি - ধ্বংস চক্রাকারে।
চরৈবতি, চরৈবতি, নেইকো বিরাম
চলছে মেপে সময়টারে।
Comments