কবি তহিদুল ইসলাম -এর একটি কবিতা
নানা জনের নানান মত
একটা স্তম্ভের উপর একটা শিশুমূর্তি
একটা অবোধ্য শব্দ করে চিৎকার করছে।
তার অমন আওয়াজ শুনে মানুষ এসে জড়ো হয়।
তাদের মধ্যে কয়েকটি মতে অবস্থান নিলো।
একদল বলল,' ছেলেটা কেমন কান্না করছে।
আরেকদল বলল,' না না, ও কাঁদছে না,
ও হাসছে দেখুন; ও না,অমন করেই হাসে।'
পাশের ফ্লাট থেকে একটা তীক্ষ্ণ কণ্ঠ ভেসে এলো,
' এইযে শুনুন, ও না অমন করেই লোক জড়ো করে।'
চিদানন্দ সন্ন্যাসীর দল,দরবেশ ফকিরের মতে,
' মানুষ আনন্দ পেলে হাসে, দুঃখ পেলে কাঁদে।
ব্যথার নীল পাহাড়ে দাঁড়িয়ে সে গান করে।
সে এখন অমন সুরে গান ধরেছে।'
আকাশে একটুকরো মেঘ কোথায় উড়ে এলো
বাতাস উঠলো, মূর্তির গা'য়ের ধূলো উড়িয়ে দিলো
তারপর বৃষ্টি নামলো,ভিজিয়ে দিলো তার শরীর
ধুয়ে দিল ব্যথা ,যন্ত্রণা যত জমেছিল বুকে তার।
যেমন করে মা'য়ে দেয়,তার সন্তানের।
Comments