কবি অভিজিৎ দত্ত -এর একটি কবিতা
একটি বর্ষণমুখর দিনের কথা
বর্ষণ মুখর দিনে
বসে ভাবি আনমনে
অতীতের কত স্মৃতি, কত কথা
কিছু দেয় আনন্দ, কিছু দেয় ব্যাথা।
বর্ষার জলের ধারার মতো
মনে পড়ে যায় কত কথা
ছোটবেলায় বর্ষার সময়
কতবার খেয়েছি আর আনন্দ করেছি
খিচুড়ি সঙ্গে ইলিশ ভাজা।
বর্ষার জলে সিক্ত ধরিত্রী
মনে করায় পুরোনো প্রেমিকার কথা
সেও তো একসময় ছিল
বর্ষার মতো উচ্ছল,তরতাজা।
বর্ষার দিনে কত কিছু জাগে মনে
হারমোনিয়াম নিয়ে শুরু করি গান
প্রাণে দেয় এক অদ্ভুত আরাম।
বর্ষার দিনে কারো,কারো হয় খুব কষ্ট
যাদের নেই ঠিকমতো অন্ন ও বস্ত্র
যাদের নেই ঠিকমতো রোজগার
তারা হয়ে পড়ে বেকার।
বর্ষার দিনে ভালো-মন্দ মিলে
দিন যায় চলে
একটি বর্ষণ মুখর দিনে
কারো কাটে কষ্টে, কারো আনন্দে।
Comments