কবি জয়িতা চট্টোপাধ্যায় -এর একটি কবিতা
মৃত্যু ২
আমার ঈশ্বর কেবল জানে তোমার দুহাতের তীর্থে আমার মৃত্যু রাখা আছে,
দূরত্ব কেবল জানে কতটা তুমি আছো আমার কাছে কাছে,
একটার পর একটা বাঁধন ছিঁড়তে ছিঁড়তে বুঝেছি
তোমার হাতের পান্হতীর্থে আমার মৃত্যু আজ
ধুলোয় ধুলোয় ঘাসে ঢাকা আমার না বলা কথা, না করা কাজ
নতুন নতুন মৃত্যু দেখি তোমার দুখানি হাতে
এ মন সরোবরে মুখ ডুবিয়ে তোমায় কাছে ডাকে
তলিয়ে যাচ্ছে ধীরে ধীরে তোমার কাছে ফেরা
ঝাঁকে ঝাঁকে ঘুম ঝাঁপ দিয়ে পড়ে সত্য মিথ্যে ঘেরা।
Comments