কবি মিঠুন রায় -এর একটি কবিতা

 সত্বা



তোমার হতশ্রী রূপ আমাকে আর আকর্ষণ করে না

মৃত্তিকার লোহিত স্তরের নীচে জমে গেছে সাদা দুধেল স্তর।

মন মাতানো সুগন্ধি এখন আর ভালো লাগে না,

কাক-বকেরা কেড়ে নিয়েছে তোমার ভেতরের সত্বাকে,

পুতুল নাচের ইতিহাসের সাক্ষী তুমি।

শুধু হৃদয়ে স্মৃতিপটে লেখা আছে তোমার কদর্যরূপ।

Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ