কবি বিধান সাহা -এর একটি কবিতা
অসহায়তা
কেমন যেন হতাশা
ক্রমশঃ এসে
ঘিরে ধরছে আমায়
আবেগ ঘন স্বপ্নের মোহনা
দিচ্ছে না উঁকি
আরও নতুন চেহারায়
আসছে না এগিয়ে
জীবন যাপনের
মধু মুহূর্ত গুলো
মেলে ধরছে না
ভবিষ্যতের আলোছায়া
কেঁদে উঠছি ক্ষণে ক্ষণে
অসহায়তার বেড়াজালে জড়িয়ে...
Comments