অতীত
অতীত শুধুই অতীত হলে
মধুর স্মৃতি কোথায় পেতিস!
বর্তমানের পানসি চড়ে
অভিজ্ঞতার বৈঠা ফেলিস!
জীবন স্রোতে বিপদ আপদ
সাবধানে যে কাটিয়ে চলিস
সে সব সময় অতীত এসে
দেখায় সঠিক পথের হদিস।
অতীত শেখায় চলতে
ক্ষমার আলোয় সকল বিবাদ ভুলতে।
বর্তমানই হয় যে অতীত, একটি পলক পড়লে পরে
ভবিষ্যৎ দাঁড়ায় হেসে বর্তমানের সাজটি ধরে।
No comments:
Post a Comment