আন্দোলন চলুক
তোরা তো মরেই আছিস, সবকিছুর আড়ালে
মৃত মন আর জীবিত শরীর---- ব্যস এটুকু!
এর থেকে ভালো হাঁড়ি কাঠে গলা দেওয়া৷
চুপ করে থাকা মৃত প্রায় নপুংসক----
তোদের মরতে ভয় কীসের?
রাস্তায় নাম৷ পুরাতন বিষ উপড়ে ফেল৷
রক্ত ঝড়ুক তোর,
বুঝবি তোর পিছনের সারিটা অসীম৷
ভেঙে ফেল বেকারত্ব৷ গিলতে দিস না ওদের৷
ঘুমন্ত শিশুরাও জেগে ওঠে----
সেই মত জেগে ওঠ৷ চিৎকার কর৷
শুধু দেখিস আন্দোলন স্তব্ধ না হয়।
No comments:
Post a Comment