দীর্ঘশ্বাস
তোমার আমার মাঝখানে দূরত্ব ততটুকুই যতটুকু ওপরের ঠোঁট থেকে নীচের ঠোঁট,
রোদ্দুর আর ছায়ায় আমাদের প্রেম ভীষণ মাখোমাখো
চোখের আড়ালে স্বচ্ছন্দে আমাদের যাতায়াত
আকাশের চোখ চিরে নেমে আসে প্রেম
অনর্গল চিবুকে চুমুপাত, অজ্ঞাতবাসে
শুয়ে থাকে শরীর, শুয়ে থাকে আগুনমর্মরে
জীবিত দীর্ঘশ্বাস।।
No comments:
Post a Comment