Sunday, August 1, 2021

মীনা সাহার একটি কবিতা

 আলোকিত অভিসার


ফুল জোছনায় আলোকিত দিগ-দিগন্ত চরাচর

ভালোবাসা পেলে হৃদয় রঞ্জিত মেঘ-মল্লার রাগে

মনের একান্তে মনোভূমি জুড়ে হৃদয়-পাপড়ি খোলে বরাবর

ভিজে ভিজে বর্ষা-বসন্ত চির-যৌবনা প্রকৃতি জাগে


মন-ময়ূরী উছলে নাচে হৃদয় দুয়ার খুলে

প্রকৃতি-প্রেমে মগ্ন তনুমন ঝুম ঝুম বৃষ্টি-নূপুরে

নদীও উতলা আপন বেগে ছুটছে দুলে দুলে

ফুলের মতই জোছনা ঢালে চঞ্চল হৃদয় জুড়ে


 সুরে সুরে ফুলে ফুলে এ হৃদয় মধু করে পান

ভ্রমর ছুটে যায় মৌ-পিয়াসে মধু আহরণে

হৃদয় ও ফুল মত্ত অভিসারে করে চলে মধু স্নান

স্বপ্ন ছুঁয়ে যায় আকাশের বুক মুগ্ধ সমীরণে


কুসুমিত হৃদয়ে হৃদয়ে গাঁথা হোক প্রেম-মালা

অস্থির ধরণী শান্ত হোক জুড়াক যত জ্বালা


No comments: