Sunday, August 1, 2021

আবদুস সালামের একটি কবিতা

নষ্ট


নষ্ট পাড়ায় ঘর বাঁধতে মানা নেই

এখানে কেউ খুঁত ধরেনা

নষ্ট মানুষের দলে দিব্যি বিন্দাস দিনযাপন

পাঁকের ভিতর পাঁকাল মাছের সংসার 


প্রতিবাদের ভাষা হারিয়ে যায়

আনন্দ বাগানে ঝুলে আছে মাকাল ফল

পূর্ব পুরুষেরা ইতিহাসের মলিন পৃষ্ঠায় এঁকে রেখেছে রক্তের জলছবি

মরণের যন্ত্রণারা রোজ এসে চুমু দেয়


ছেঁড়া নদীর পাশ দিয়ে হেঁটে যায় অবিশ্বাস

বিশ্বাস লুন্ঠিত হয় রোজ

ইতিহাসের দলিল গুলো ভেসে গেছে সময়ের নদীতে

নষ্ট পাড়ায় বিষাদ মেখে দহনেরা বেঁচে থাকার রেওয়াজ করে


রঙিন মানুষেরা শোনায় অধর্মের গান

ধর্ম ব্যাবসায়ীরা ধর্মের সাথে অফার করে বিদ্বেষ

আমরা মেতে উঠি

নষ্ট পাড়ায় নষ্ট প্রজাপতিরা আসে

নষ্ট ফুলে মেখে দেয় নষ্ট প্রেমের মুদ্রিত কলরব

No comments: