সুখ
কি এই সুখ ?
যেন হাজারো নিস্তব্ধতা বর্তমান,
অসংখ্য আলোর প্রতিফলন
যেন ভ্রাম্যমান,
বিষয়টা হল,
আদৌ কি আমরা সুখি ?
গভীর অরণ্যের
যেন বিশাল গাছালী
উঁকি দিচ্ছে,
পাহাড়ের মাঝে
হাজারো গোলাপের ঘ্রাণ
যেন কিছু বলছে,
প্রজাপতি তার রূপালী প্রদর্শন
করে চলছে,
তবে বিষয়টা হল,
আদৌ কি সে সুখি?
________________________________
সোয়েটার
ভাবনা শুধুমাত্র এক,
তবে তাঁর ব্যাখ্যা অনেক,
সময়ের সাথে সাথে
সব পরিবর্তনশীল,
তবে কেন,
অসহায়দের দিন আলো হীন?
শব্দ সাধারণত একটি,
যেথা সোয়েটার ৷
শীতে কেউ তাতে গা ঢাকে,
আবার কেউ তাতে তাঁর আশা ঢাকে !
চলো হই আজই সামিল
এক অভিনব প্রয়াসে,
থাকবেনা কোন বেদনার সুর
থাকবেনা কোন অসহায়
তার স্বাভাবিক প্রাপ্তি থেকে দূর ৷
No comments:
Post a Comment