Sunday, August 1, 2021

মুহা আকমাল হোসেনের একটি কবিতা

 লকডাউন পরবর্তী 



মরচে পড়া কারখানার তালা!

 না স্ত্রী করা দারোয়ানী পোশাক 

ঝুলছে দেওয়ালের প্রেরেকে

 দু-নলা বন্দুকের ফিতের জড়ুল গর্দানে স্মৃতিচিহ্ন… 

ঘর বলতে - ঘিঞ্জি বস্তিতে কয়েক ফুট 

একটা নুনিয়া ধরা নেটের জানালা

 ঘর কাছাড়ে একটা এদো পাট্ট পুকুর- তিনটে পাতিহাঁস- এক নাছড় কালো কচুবন 

যাতায়াতের সঙ্গী সাইকেল

 লিক সারাতে না পেরে লক্কড় শরীর; 

বার্ধক্যের অবসর চেয়ে বসে।

 সূর্য উঠলো -ডুবল

 পাখিরা ব্যকরণ মেনে খাদ্য খোঁজে এলো 

তুমি ওই ভাবে তাকাচ্ছ কেন? আমার মুখের দিকে সভ্যতার প্রতিবন্ধী সময় ক্রাচের ওপর ভর করে পার হয় রাজপথ

 তালা খুলবে। তেল মেরেছে গতকাল গোপন পৌরুষ কোষে

মাইনে শূণ্য উপস দিনের আয়োজন! 

এমন করে তাকাচ্ছ কেন, আমার মুখের দিকে।


No comments: