Sunday, August 1, 2021

সুব্রত মিত্রের একটি কবিতা

 বিকারগ্রস্থ নীরবতা


আমি তো একটা আস্ত বলদের মত দাঁড়িয়ে আছি মাঝরাস্তায়

ও হ্যাঁ তো....! ভুলেই গেছি ।

সে তো এখন মস্ত বড় অফিসার

সে কি থাকবে আমার অপেক্ষায়?

তিনটি দশকের মাঝামাঝি এসেও তাকে--

ভোলা গেল না কেন, এ প্রশ্ন ফেলছে বড় বিরম্বনায়। 


সে এখন অনেক দূর।

এক কালবৈশাখী ঝড়ে তার সাথে দেখা হয়েছিল,

দেখেছিলাম ঘূর্ণিঝড়ে লৌহ শিকল ভাঙ্গা হাওয়ায় তালগাছের মাথাগুলো ঘুরছে

দূরে গরু ছাগলের দল ছুটছে।

কিছু পাখি নীড় হারা আমার আর তার মত।

স্তব্ধ হৃদয় দুলছে মর্ম বেদনায়

স্মৃতির স্রোত মনের মাঝে বলছে কথা। 


"আজ তুমি বহু দূরে আছো উজ্জ্বল সূর্যের মত

তোমাকে নিয়ে যত ভাবি মূর্খ হই তত,

আমি কবি হয়ে জন্ম নিইনি;

তোমাকে ভালোবেসে ছিলাম বলেই আমাকে সবাই কবি বলে হয়ত।

বিগত দশক জুড়ে তোমার বিছানা পাতা এ বুকে

শতকের ওপ্রান্তে গিয়েও আমি বিনা জানি তুমি থাকবে সুখে"। 


মনে রেখ পৃথিবী, পারো যদি করিও মোরে স্মরণ

তাহার লাগি কবি হয়েছিল এক যুবক, কবি হয়েছিল এক যৌবন।


No comments: