তোমার খোঁজে
আকাশ জোড়া স্বপ্ন আমার,
পুঞ্জিভূত মেঘ যেন আজ।
মিষ্টি হাওয়ায় উড়ে গিয়ে লাগায় মনে দোল,
তার তরে যে গান বেঁধেছি,
মনে আমার তুলছে যে হিল্লোল।
শ্বেত বলাকা মেঘ বালিকা দাওনা গিয়ে খবর তাকে,
ওই সুদূরে তেপান্তরে সখা আমার যে জন থাকে।
সত্যিকারের ভালোবাসা ' ক ' জনই বা পায়,,,
মিথ্যে করে ভালোবাসা সহ্য করা দায়,,,,
আগুন আগুন ফাগুন দেখো হচ্ছে শুধু ছাই,
মুঠো করে বুকের মাঝে কুড়িয়ে নিলাম তাই।
আকাশ কুসুম ভাবনা গুলো পোকার মত কাটে,
চির সবুজ মনটা আমার নির্বাক শুধু থাকে।
তাইতো বলি ওগো পাহাড় তুমিও সাথী হও,
তারে গিয়ে একবারটি আমার কথা কও।
No comments:
Post a Comment