Sunday, August 1, 2021

শ্রাবণী মুখার্জীর একটি কবিতা

  শুধু তোমার অপেক্ষা



আসিলো রবি তপন লইয়া , ওই ঝুলিতে সোনা ,

পবিত্র হইল দেহ মন ছুঁয়ে , ধরণী র ধুলিকণা। 

সে তো কোনোদিন দেখে নাই চেয়ে ধনী গরিবের তফাৎ ,

কঞ্চির দৌড় দেখি সারাক্ষণ কতো রকম অজুহাত ।

আঁটছে শিকল যতো কৌশল সারাদিন মনে মনে ,

কি করে দূষণ পায় উপহার ,ভারতরত্ন ভূষণে ।

পথে ঘাটে চলে অবিরাম শুধু তিক্ততা ঝুড়ি ঝুড়ি ,

নোংরা কালো ভাষার পাথর আর কাদা ছোড়াছুড়ি ।

কী ভীষণ দামী অন্যের গায়ে ,দূষণ ছিটিয়ে সুখ ,

আঁধারি খেলা জমে বরাবর, কিরণে লুকায় মুখ ।

খেলতে তোমরা ভালোই জানো ক্রিকেট বা পা বল ,

জনসাধারণ উইকেট আজ জীবন জীবিকা বল। 

সারা মাঠে ঘুরে পায়ে পায়ে ছোটে হাত বদলের খেলা ,

সাদাবাদে লাল হলুদ নীলের নানা রঙের মেলা ।

শুধু তুমি তে আটকে গেছে কতো নিরীহ প্রাণ ,

তুমি আমি বিনা ধরণী মাঝে নাই কোনো পরিত্রাণ ।

বুনেই চলেছি মায়জাল শুধু তোমারই ,সারাজীবন  

হাজার স্বপ্ন বেনামী এখন ছিন্নভিন্ন মন । 

লুকিয়ে পড়েছে রবির বিবেক , গরম করা আদর ,

তোমার উষ্ণতা গায়ে মেখে ,শান্তি সুখের আতর ।

ছিঁড়ছে শিরা উপশিরা ..নিকোটিনের পাহাড় ,

  নতুন করে তৈরী বজ্র ঋষি দধীচির হাড় ।

No comments: