Sunday, August 1, 2021

মানসী ঘোষের একটি কবিতা

 নবীনবরণ


ওরে নারী তুই উঠে দাঁড়া

এই নির্মম নীতির বিরুদ্ধে রুখে দাঁড়া।

বদলাবে না কেউ ,তোর সীতা রূপে 

বরং জ্বলতে হবে তোকে অগ্নিপরীক্ষার তাপে ।

হয়ে ওঠ দূর্গা ,কর অসুর নিধন ত্রিশূল হাতে ।

স্মরণ করা তোর রূদ্রচন্ডী রূপ তাদের

তুই যে অবলা এই ভ্রম হয়েছে যাদের ।

ভেঙে ফেল সব কুসংস্কারের বাঁধন

তোর স্বাধীনতার হোক নবীনবরণ।

No comments: