বেঁচে থাক আয়ু
যতই বিষণ্ণতা মহামারি তিল তিল করে মেরে ফেলতে চায়
ততই সবুজ গাছ ফুল ফলের আন্দোলন আর প্রকৃতির স্পর্শে মনে হয় বেঁচে আছি
নিলাকাশে যখন সাদা মেঘ ভেসে যায়
নিস্তব্ধ বুকের ভেতর টা
দমবন্ধ গুমোট হাওয়া থেকে
বেরিয়ে ছুটে যায় অনন্ত বাতাসে
মনে হয় বেঁচে আছি
যখন দুর সীমা রেখায় মিশে যায় সাগরের ঢেউ
উথাল পাথাল ঢেউয়ের ছন্দ বাজে বুকের ভেতর
তখন মনে হয় বেঁচে আছি
হে ধরিত্রী মা তোর এই প্রকৃতির মাঝে ফিরিয়ে আন প্রাণের ছন্দ
প্রাণ ভরে শ্বাস নিক আরো কয়েকটা প্রজন্ম।
No comments:
Post a Comment