Sunday, August 1, 2021

ইমরান শাহ্র একটি কবিতা

 নামান্তর



কোথায় যাচ্ছি কে ডাকে বেহাগের

করুণ সুর ধরে

কোথায় গেলে এতটুকু প্রশান্তি মিলবে

দীর্ঘতর; বলতে পারো?


বিচ্ছিন্ন এটেল মাটির পথ ধরে

হাটছি তো হাটছিই 

মিলবে না কি ইহকালে এতটুকু 

প্রতিসাম্য জীবনের বিন্যাস?


না-কি আমি ভুল, আউল-বাউল

ভুল চর্যাপদের করি–

বিশ্লেষণ; অথবা বেহাগে শুনি অভিন্ন

পাখির নীলাম্বর কন্ঠধ্বনি?


যেতে চাই, দেখতে চাই সেই

সুরে অন্যকেউ নাকি

স্বয়ং লুক্রেতিউস বলেই ডাকছে কেউ

এই আমার আমিকে?

No comments: