Sunday, August 1, 2021

কৌশিক বড়ালের একটি কবিতা

 বেঁচে থাকা



আমরা যা কিছু ভেবেছি এতোদিন,

সবকিছু ছিল মিথ্যা।


এতো এতো এতো

চাহিদা...


টিভি - ফ্রিজ - ফ্ল্যাটবাড়ি

KFC - Maggi - Pizza


শপিংমল - বডিস্প্রে

জিন্স - লেহেঙ্গা - কুর্তা।


সাধারণ

'অন্ন - বস্ত্র - বাসস্থান - চিকিৎসা'।

এইটুকুই আসলে সত্যি।

বাকি সব কিছু মিথ্যা।

No comments: