কবি সৌমেন্দ্র দত্ত ভৌমিক -এর একটি কবিতা

 বিষন্ন-মোহর




কবি-মন পুষ্ট হল বিষন্নতার ষোলো আনা

চর্বনে বমনে।

অতঃপর আঁধারের দরজাখানি ঝাঁড়পোছে সাফসুতরো,

তাতে পুঁতি অক্লেশে অনামী চারাগাছ।

বায়ুহীন পরিবেশ স্বপ্নের ঔরসে যে যে ভাবনায় ও

ভাষায় করে দারুণতম চূণকাম।

সেখানে পুষ্টিতে ক্রমশ বাড়ন্ত দিনে দিনে অতিথির

অঢেল গর্ভস্রাব।

লব্ধ শ্বাস-প্রশ্বাসে মাছের চোখ যেন কবি-প্রাণ,

ব্যস্ত খুব খুব সন্তরণে,

তখুনি ঠিক তখুনি শুরু মোহর-চাষ।

Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ