Monday, November 22, 2021

কবি অরবিন্দ সরকার -এর একটি কবিতা

 গুরু

             

           


লালন পালনে গুরু তাঁরা মাতাপিতা,

গোরু পালনে গোপাল সে পরমগুরু,

দলের নেতা ভোম্বল সেও কাটে ফিতা,

ডাকাত দলে সর্দার নাম তার হীরু।


গুরু মশাই শিক্ষক তিনি পাঠদাতা,

বস্ত্রহরনে খচ্চর তার হাতে নাড়ু,

সব শালায় কর্মের গড়েন বিধাতা,

যত শালা আছে তারা, সবে ধর্মভীরু।


পশুরাজ সিংহ গুরু নয় পরিত্রাতা,

স্রষ্টা গুরু প্রজাপতি হাতে নিয়ে গারু,

জীবের কল্যাণে ব্রতী তিনি বিশ্বপিতা,

স্বর্গ মর্ত্য পাতালেতে বাজাবে ডমরু।


পাঠশালায় শিক্ষক গোশালায় গোরু,

কামার কুমোর শালা না থাকলে মরু!

___________________

No comments: