কবি জয়িতা চট্টোপাধ্যায় -এর একটি কবিতা
আমার অসুখে
আমার অসুখ বেড়ে ওঠে যেমন বেড়ে ওঠে লতা
পরম গুহায় নামে তুমি নামের বৃষ্টি
দুচুমুক স্নান করে আমার কবিতা
তোমার কাছে রেখে যাই দংশনের দায়
দুঃখ ভিজে যায় পুরনো পাতার মতো
আয়ুর মতো জেগে থাকে ঘুম ঠায়
তুমি এসে চলে যাও নিজের আড়ালে
স্রোত থেকে স্রোতে প্রেম কাঁদে
প্ররোচনা দেয় অসুখ শরীর
সামনে এসে দাঁড়ালে মিশে যাও তুমি
আর তোমার পাঞ্জাবি আকাশের নীলে
বৃষ্টির মুদ্রিত রূপ আমার কবিতায়
আমায় অসুখ নিয়ে তুমি জড়িয়েছিলে
সমস্ত মৃত্যু আজ লেগে থাকে শ্রাবণের গায়ে
আমার অসুখে পৃথিবী আজ নিজেকে লুকায়।
Comments