কবি সুমিত্রা পাল -এর একটি কবিতা
কি চায় জনগণ
ওগো নেতানেত্রীগণ,
শোনো দিয়া মন,
আমরা চাইনা ভিক্ষার দান,
সে দানে বাঁচেনা প্রাণ!
আমরা চাই উন্নয়ন ,
আমরা সাধারন জনগন।
ওগো নেতানেত্রীগণ,
শোনো দিয়া মন,
চাকরির আশায় খইছে জুতো,
আমরা চাই নাই এই বেকারত্ব।
আমরা চাইনা অবিচার !
চাই আমাদের ন্যায্য অধিকার।
ওগো নেতানেত্রীগণ ,
দাঁড়িয়ে যাও কিছুক্ষণ!
কি চাই দেশের জনগণ?
বাবা-মা-ভাই-বোন ,
বন্ধু ও আত্মীয়-স্বজন ,
শোনো দিয়া মন।
ওগো নেতানেত্রীগণ,
একটু বোঝো কি চায় জনগণ!
আমরা চাই না ঐ সিংহাসন!
শুধু চাই, বেঁচে থাকার মতো উপার্জন।
চাই কর্মব্যস্ত জীবন,
চাই সুস্থ শরীর, সুস্থ মন।
ওগো নেতানেত্রীগণ ,
আমরা চাই নিরাপদ জীবন।
আমাদেরও আছে আত্মসম্মান,
চায়না চলে যাক তাজা প্রাণ ।
চাই মানুষ হওয়ার দীক্ষা,
পেতে চাই সঠিক শিক্ষা।
এটুকু তো চাওয়া,
তাও হয় না পাওয়া!
ওগো নেতানেত্রীগণ,
করো একটি পণ,
পেয়ে বিজয় সিংহাসন ভুলবেনা ধর্ম ,
ভুলবেনা নিজের কর্ম ।
মনে রেখো, সকল মানুষজন,
সবাই তোমার আপন জন।
Comments