কবি রানা জামান -এর একটি কবিতা
ময়ূর
পালক খসিয়ে চলে যায় ময়ূর সুদূরে
মুঠো ফসকে; চড়ুই সামান্য দানাপানি
খেয়ে খড়ের বাসায় থাকে ঘুমিয়ে; পেছনে
ফাইভস্টার হোটেলের খাদ্যের সুবাসে
জিভ থেকে লালাটা ঝরায় না টোকাই
প্রাকৃতিক নিয়মে ঘাসের ডগায় শিশির
বসে পাওনাটুকু বুঝে নেয়
সূর্যালোক থেকে; কৃষকের উদাসিনতার
সুযোগে কিটানু হুল বসায় কোলের
ফসলে; গ্রহণ লাগে ভরা পূর্ণিমায়
দিন যায় রাত আসে; এর চক্রে
প্রতিনিয়ত কতক তারা খসে; কিছু অনাঘ্রাতা
গাড়িতে আগুন লাগিয়ে ধরায় সিগারেট।
Comments