কবি আশীষ কুন্ডু -এর একটি কবিতা
দৃষ্টিপথ
দৃষ্টি আচ্ছন্ন অগ্নিপথের লাল গোলাপ
দাঁড়িয়ে যেন বিস্মৃত
এক বুক পার্বত্য অভিমান
যেখানে শব্দ গাঁথার ছল ব্যর্থ
যেখানে বাতাসের অভিসার মিছে
ঝরণার পাশাপাশি মেলায়
হলুদ সবুজ নীল প্রজাপতি
মেঘের সঙ্গম হয়েছিল পর্বত শিখায়
তবু দৃষ্টিপথ নমনীয় হয়নি
অভিমানী বিকেল প্রসারী উপত্যকায়।
Comments