কবি ডঃ রমলা মুখার্জী -এর একটি কবিতা
বাজী ভীষণ পাজি
দীপাবলীর আলোর মালায় উইঠতো সেইজে শহর-
তুবড়ি, চরকি, রঙ্গমশালের কতই হইত বহর!
গত বছর পুড়ল ছেলে মরল আগুন লেইগে-
বাজি বন্ধোর নিয়মবিধিটো হোতোই যদি আইগে।
ছেইলাটো মুর বেঁইচে যিতো; তুবড়ির খোল ফেটে-
বেঘোরে তার পেরাণটা যেইতো না কো মোইটে।
শুন কেনে সব্বজনে, বন্ধ হোক বাজি-
পেরকৃতি-মানষের শত্তুর এই বাজি বড় পাজি।
অইম্লজানের ঘাটতি ইকেই চলছে পরিবেশে-
গাছ গুলান কাটছে বেকুব, বেইমান অইক্লেশে!
দুর্ঘটনা-দূষণের কাইরণ এই বাজী কভু লয়-
ভবিষ্যতেও থাক বন্ধ, আয়ু হবে না ক্ষয়।
পুত্রের শোইকে মুর জেবন হইন্ছে জেরবার-
এই ভুলটো আর কেউ যেন না কইরে বার বার।
শুনছি মেইলা বাতি পুড়লেও শ্বাসকষ্ট হয়-
মনের পিদীম জ্বাইলিয়েই শ্যামাকে পুজি আয়।
কালি মাইতার অঙ্গ জুইড়ে কালো রূপের বন্যা.....
আঁইধার মাঝে মনের দীপে ফুরাবে সব কান্না।
Comments