কবি প্রতীক হালদার -এর একটি কবিতা
আতঙ্কেরে মেঘ
সমাজটা কেমন যেন ঘোরের মধ্যে ,
আতঙ্কের মেঘ হানা দিচ্ছে বারবার,
প্রতিটি মুহুর্ত যেন মৃত্যুর সাথে লড়াই করা ,
হয়তো বা আছি বা এই নেই .....
আর কতদিন এই লড়াই চলবে?
মুক্তি দেবেনা কি করোনা এই জীবনে?
শিরদাঁড়া ভেঙে গেছে...
করোনার ঢেউ বারবার আছড়ে পড়ছে এই পৃথিবীর বুকে ।
এ - কোন জন্মের প্রতিশোধ নিচ্ছে করোনা?
ক্লান্ত শরীরের ক্ষমতা নেই মনকে শক্ত রাখার.......
মৃত্যুকে কি বরণ করে নিতে হবে?
অদৃষ্ট- ই এখন ভরসা....
হয়তো একদিন ঘুম ভেঙে উঠে শুনব
পৃথিবী সুস্থ হয়ে গেছে,
আর কোনো ভয় নেই, করোনা বিদায় নিয়েছে পৃথিবী থেকে ।
খুশিরা জানান দিচ্ছে তোমরা খুশিতে মেতে ওঠো ,
আর কোনো ভয় নেই ।
কিন্তু কবে সত্যি হবে এই স্বপ্ন?
আতঙ্কের মেঘ কেটে গিয়ে
নতুন দিনের সূর্য উদিত হবে ...
Comments