কবি মিঠুন রায় -এর একটি কবিতা
রোজনামচা
কথাটা হয়তো অনেক আগেই বলার প্রয়োজন ছিল
কিন্তু বলতে পারিনি।
যদিবা নিজের স্বার্থে আঘাত আসে,তার জন্য
তবে কি আমিও ঘৃণ্য পশুর মতো হয়ে গেছি
না,ভেতরের মানুষটা এখনো যে জেগে আছে।
তাইতো এখনো রাত জেগে লিখে রাখি দৈনন্দিনের রোজনামচা
ভোরবেলায় বাউলের একতারার সুরে গেয়ে উঠি মানবতার গান।
Comments