Sunday, November 14, 2021

কবি মৌসুমী চন্দ্র -এর একটি কবিতা

 আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব



এত বাতাস! একী প্রশান্তি আজ দেহে মনে...

একঝাঁক পাখি উড়ে চলেছে কোন অজানায়!

আবেগের ঢেউগুলো যেন আছড়ে পড়ছে প্রাণে।

ইচ্ছেরা মুক্ত, নেই কোন শিকল আজ পায়।


আমার ঘরের চৌমুখী বাতাসে রঙের ছোঁয়া

রঙচঙা প্রজাপতিরা উড়ে চলেছে রাশি রাশি।

ফুলের সুবাস নিয়ে চলেছে মধু আহরণে ওরা

দূরে বহুদূরে ওই শোনা যায় রাখালিয়া বাঁশি।


এত আলো! কোথা থেকে এল হৃদয়ের কোনে...

তিরতিরে নদীর বুকে ছোট্ট পানসি তরী বেয়ে

কোন অজানায় অন্তর চলেছে মিলনের টানে

রাতের তারারা দেখে অবাক চোখে চেয়ে চেয়ে।


সব স্বপ্নের রূপকথারা দিয়েছে যেন ধরা 

মনকে বলছে, ওরে মেল পাখা উড়ে যাব।

মেঘরাজ্যে যাওয়ার খুশিতে গেয়ে উঠব

আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব।

No comments: