কবি মিলি দাস -এর একটি কবিতা
পরাজয় সুখ
সান্ধ্য সরণির আলোটা জ্বলেছে
সরোদ ঘুমিয়ে আজও,
এ কোন ব্যথা বাজে বুকে তার?
চেতনার রঙে ঢাকে লাজও।
ক্লান্ত প্রিয় মুখ ইশারায়
গোপনে সংযত দৃষ্টি
হাজারো যুদ্ধ চলেছে
তবুও কেন অনাসৃষ্টি?
বোঝেনি আকাশের মুখ ভার
দিয়েছে যা ছিল শরীরে
কিসের মালা আজও গাঁথছো?
জ্যোৎস্না চলে গেছে বহুদূরে।
ভেবেছ ভাঙবে অনুভূতি
অক্ষর মিশে যাবে স্রোতে
এখনো অভিমান হয় প্রিয়
দুঃখ টা যায়নি তো মোটে।
পুড়তে নেই কোন বিশ্বাসে
রাখতে নেই মনে আশা
গোলাপ ফুঁটেছে মরুভূমিতে
বিবেকশূন্য খেলা পাশা।
এখনও লোভ জাগে দুচোখে
আগুনে চমকে ওঠে বুক
নেশার ঝাপসা এ দুনিয়ায়
এ কোন পরাজয় সুখ।
Comments