কবি অরবিন্দ সরকার -এর একটি কবিতা
বুদ্ধিজীবী
বুদ্ধি বেচেই জীবিকা তাই বুদ্ধিজীবী,
নাটক যাত্রায় শিল্পী পেশাদার বটে,
পালাবদলে ভূমিকা দিবি আর নিবি,
তুলি কলমে অঙ্কন সব এক ঘাটে।
শিল্পধ্বংসে উজ্জীবিত শিল্পে তালাচাবি,
বেকারের স্বপ্ন চূর্ণ বুদ্ধি লোপ ঘটে,
বুদ্ধিজীবী নেতা মন্ত্রী নাড়িয়ে পৃথিবী,
গুনগানে দলভুক্ত বেহায়া পা চাটে।
অমেরুদণ্ডপ্রাণীর শিরদাঁড়া উবি,
পথের লড়াই ভুলে পয়সা পকেটে,
কলমের নিব্ ভোঁতা সে যে রাজকবি,
বুদ্ধিজীবী পদলোভী এ দুর্নাম রটে।
গিরগিটি বুদ্ধিজীবি রঙ বদলায়,
আত্মসম্মান হারিয়ে শুধু খায় খায়।
Comments