কবি নবকুমার -এর একটি কবিতা
সমস্ত প্রতারণাগুলি
সমস্ত প্রতারণা গুলি লিখে রাখি বুকের দেয়ালে ।
যেখানে গেছি পেয়েছি শুধুই প্রতারণা
কেউ দেয়নি স্নেহে একটু শীতল জল ।
মরুভূমির ভেতর হেঁটে হেঁটে
ফোস্কা পড়েছে পায়ে
কেউ বলেনি ডেকে -এসো ,একটু জিরিয়ে নাও শীতল ছায়ায়।
যা-ই ধরতে গেছি পিছলে পিছলে গেছে
অসময়ে রজ্জুও সাপ হয়ে মাত করে
ছোবলে ছোবলে ।
সমস্ত প্রতারণা গুলি লিখে রাখি বুকের দেয়ালে ।
Comments