কবি ইব্রাহিম সেখ -এর একটি কবিতা
সীমাহীন যাত্রা
যে যাত্রা করেছ শুরু উঁচিয়ে ভুরু
কোন ঠিকানায়, কোথায় শেষ?
আঁকাবাঁকা কানা গলি
নিজের সার্থে সবাই চলি,
দাঁড়াবার সময় নেই এক নিমেষ।
তড়িঘড়ি তাড়াতাড়ি কুড়াই কড়ি
বাড়ছে বোঝা পাপের রাশি,
ঘুষের রাজা পায়না সাজা
স্বর্গ সুখে বাজাই বাঁশি।
বস্তাবন্দি দুরভিসন্ধি মগজ মাঝে
নানান ছন্দে দ্বন্দ্ব বাধাই,
ধনের তৃষা অতুল নেশা মনের ঘরে
দু-চোখে তাই ঘুম হারায়।
জীবন পাতার হিসাব খাতার
উল্টো দিকে অনন্ত ঘুম,
দিগ্বিজয়ের স্বপ্ন পুড়ে, আঁধার পুরে
মরণ যজ্ঞের লেগেছে ধুম।
শেষের-- শেষে,পরের দেশে যেতেই হবে
সেই যাত্রার নেই ঠিকানা--
কেমন করে আঁধার ঘরে রইবে পড়ে
কেউ জানো না,শেষ সীমা-না!
Comments